8486

04/04/2025 সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় আর নেই

সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় আর নেই

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৪২

পশ্চিমবঙ্গের সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় আর নেই। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলকাতায় বাসায় জনপ্রিয় এ সুরকারের মৃত্যু হয়েছে।

৯০ বছর বয়সী অভিজিৎ বন্দোপাধ্যায় বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে কয়েকদিন আগেই ফিরেছিলেন বাসায়। সেখানেই তার মৃত্যু হল। খবর আনন্দবাজার পত্রিকা।

শোকবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের জন্য রইলো সমবেদনা।

তার লেখা, ‘তার সংগীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তার সংগীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি।

সংগীত জগতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সলিল চৌধুরীর অনুসারী বলা হলেও এক সময় স্বকীয় বৈশিষ্ট্যে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]