8507

03/14/2025 জয় দিয়ে শুরু করতে চাই, এটি আমাদের লক্ষ্য

জয় দিয়ে শুরু করতে চাই, এটি আমাদের লক্ষ্য

ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, আমরা জয় দিয়ে শুরু করতে চাই, এটি আমাদের লক্ষ্য। আমরা সব সময়ের মতো তিনটি ম্যাচের কথা ভাবছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি তাদের বিশ্বমানের স্পিনার আছে, কিন্তু আমরা আমাদের এই লড়াইয়ে এগিয়ে থাকতে চাই। তাদের তিনজন স্পিনার আছে, যারা ৩০ ওভার বল করবে, কিন্তু আমাদের পরিকল্পনা হলো পুরো ৫০ ওভার ভালো খেলা।

সাত মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের জন্য আফগানদের বিপক্ষে সিরিজ সহজ হবে না উল্লেখ করে তামিম বলেন, ‘এখানে প্রত্যেকেই পেশাদার, তাই তারা জানে কীাবে দীর্ঘদিন পর খেলতে হয়। তবে যে বিষযটি আমাকে রোমাঞ্চিত করছে তা হলো- আমি অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আমরা পুরো শক্তির স্কোয়াড পাচ্ছি।’

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]