জনতা ব্যাংক লিমিটেড এর ৯১৯তম শাখা হিসেবে নাটোরের লালপুর বাজারে লালপুর শাখা ব্যাংকিং কার্যক্রম শুরু করছে।
সম্প্রতি নাটোর-১ এর সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালক অজিত কুমার পাল, এফ সি এ, কে. এম. সামছুল আলম এবং মোঃ আব্দুল মজিদ, ডিএমডি মোঃ আসাদুজ্জামান ও মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগম সমাবেশে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এসময় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।