তথ্যপ্রযুক্তি খাতে ই-কমার্সে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিউলী আক্তার। ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তাকে দেয়া হয় এই সম্মাননা।
মঙ্গলবার ০৮ মার্চ সন্ধ্যায়, রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
এসপায়ার টু ইনোভেট-এটুআই আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী কার্যালয়-এর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসএন/২০২২/জুআসা