8748

03/13/2025 ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস: দ্রুত যুদ্ধবিমান পাঠানোর আহবান জেলেনস্কি’র

ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস: দ্রুত যুদ্ধবিমান পাঠানোর আহবান জেলেনস্কি’র

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ ২০২২ ২৩:৪২

যত শিগগির সম্ভব যুদ্ধবিমান পাঠাতে মার্কিন সামরিক জোটের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ৯ মার্চ রাতে দেয়া বক্তব্যে এমন আহবান জানান তিনি।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, “আপনারা যত শিগগির সম্ভব আমাদেরকে যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন।” ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার প্রস্তাব দেয়ায় প্রতিবেশী দেশ পোল্যান্ড’কে ধন্যবাদ দেন তিনি। একই সাথে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ না নেয়ায় দুঃখ প্রকাশ করেন জেলেনস্কি।

এর আগে মঙ্গলবার ৮ মার্চ পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল, তাদের মিগ-২৯ বিমানগুলোকে তারা জার্মানিতে পাঠাতে প্রস্তুত রয়েছে যাতে সেগুলোকে আমেরিকার তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠানো যায়। তবে মার্কিন সরকার সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাদের সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দেয় তারা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না।

রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেনের বিমান ঘাটি

এদিকে, বুধবার ১০ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়, গেল কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]