8751

03/13/2025 ইউক্রেনে রাসায়নিক হামলা চালানোর আশংকা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাসায়নিক হামলা চালানোর আশংকা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ ২০২২ ০০:১৩

ইউক্রেনে জল, স্থল ও আকাশ পথে হামলার পর এবার দেশটিতে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া। বুধবার ৯ মার্চ, এমন আশংকা এবং হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ভবন ‘হোয়াইট হাউজে’র মুখপাত্র জেন সাকি বলেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুযোগ নিতে পারে।

কিছু দিন আগে রাশিয়া অভিযোগ ছিল, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ নাকচ করে দিয়ে জেন সাকি দাবি করেন, এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা এবং চীনের পক্ষ থেকে সে অভিযোগের সত্যতা নিশ্চিত করার বিষয় একটা কৌশল হতে পারে। রাশিয়া আসলে ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে চায় এবং তার আগে মস্কো ক্ষেত্র প্রস্তুত করছে বলে দাবিও করেন সাকি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]