8806

04/20/2025 পোল্যান্ড সীমান্তে রাশিয়ার হামলায় নিহত অন্তত ৩৫ জন

পোল্যান্ড সীমান্তে রাশিয়ার হামলায় নিহত অন্তত ৩৫ জন

Zunaid Ali Saqee

১৪ মার্চ ২০২২ ২০:২৫

পোল্যান্ডের সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনের ইয়াভোরিভ এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হামলায় মারা গেছে অন্তত ৩৫ জন এবং আহত হয়েছে ১৩৪ জন।

রোববার ১৩ মার্চ ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি’র বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় পোল্যান্ডের সীমান্তবর্তী ইয়াভোরিভ শহরের ওই প্রশিক্ষণ কেন্দ্রে থাকা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। তারা জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ট্রেনিং সেন্টার এবং নিকটস্থ স্টারিচি গ্রামের আরেকটি স্থাপনায় হামলা চালানো হয়। তবে রাশিয়ার দাবি এ হামলায় নিহত হয়েছে ১৮০ জানের বেশি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]