885

03/12/2025 চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলা সংবাদদাতা, গাজীপুর

২৭ জুন ২০২০ ১৭:২২

চাঁদাবাজির অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বলের বাড়ী গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম আবুল কালাম।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত তিন মাস ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় আকবর আলী নামের এক ময়লা ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন শেখ মোহাম্মদ উজ্জ্বল। পরে ওই ব্যক্তি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেন উজ্জ্বল।

পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘শেখ মোহাম্মদ উজ্জ্বলের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে আশুলিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেন।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]