8939

04/04/2025 মুদির দোকানে মিলল ভয়ঙ্কর রাসেল ভাইপার

মুদির দোকানে মিলল ভয়ঙ্কর রাসেল ভাইপার

মাদারীপুর (শিবচর) থেকে

২৩ মার্চ ২০২২ ২৩:১৯

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে লিটন মিয়ার দোকান থেকে রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সাপটিকে ধরে তিনি একটি প্লাস্টিকের জারে সাপটি আটকে রাখেন।

জানা যায়, শিবচর বাংলাবাজার ঘাটের অন্যান্য স্টোর নামে একটি দোকানে সোমবার ফ্রিজের পাশে সাপটি দেখতে পান মালিক। পরে তিনি কৌশলে সাপটি ধরে একটি প্লাস্টিকের জারে ভরে রাখেন। সাপটি সম্পর্কে জানতে তারা গুগলে সার্চ দেয়।

লিটন মিয়া বলেন, ছয় মাস আগে অল্প সময়ের জন্য সাপটিকে একবার দোকানের ভেতর দেখেছিলাম। তারপর আর পাইনি। সোমবার আবার দোকানের ফ্রিজের পাশে দেখতে পাই। তখন পাশের দোকানের একজনকে ডেকে এনে দুজনে মিলে সাপটিকে ধরে প্লাস্টিকের জারে আটকে রাখি। পরে গুগলে সার্চ দিয়ে জানতে পারি এটি ভয়ঙ্কর রাসেল ভাইপার।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাসেল ভাইপার সাপটির কথা আমরা জেনেছি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।

জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উপজেলা বন কর্মকর্তা সাপটি দেখে এসেছেন। বিষধর সাপ হওয়ায় ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। বুধবার দুপুর নাগাদ ঢাকার টিম গিয়ে সাপটি নিয়ে আসবেন অথবা সাপের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]