8962

03/14/2025 কান উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’

কান উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২২ ০৩:০৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’। বিশ্বের প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানে প্রকাশ করা হবে সিনেমাটির টিজার।

আগামী মে মাসে উৎসবটির ৭৫তম আয়োজন অনুষ্ঠিত হবে। সেখানেই টিজার উন্মোচন হবে ছবিটির। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সিনেমাটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনে রয়েছে। মে মাসে কান উৎসবে সিনেমাটি বিশ্ব বাজার ধরতে একটি টিজার উন্মোচন করা হবে। কেননা বিশ্বের যেকোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন এই উৎসবে। আশা করছি কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও নানা চরিত্রে প্রায় শতাধিক শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]