9017

03/13/2025 বিপদমুক্ত পরীমণি, সুস্থ আছে তার গর্ভের সন্তান

বিপদমুক্ত পরীমণি, সুস্থ আছে তার গর্ভের সন্তান

বিনোদন ডেস্ক

২৯ মার্চ ২০২২ ০৪:০৩

মাথা ঘুরে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে; সঙ্গে তার অনাগত সন্তানও বিপদমুক্ত রয়েছে।

সন্তানসম্ভবা পরীমণির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রোববার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে পরীমণিকে দেখে এসে সোমবার (২৮ মার্চ) বিকালে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, হাসপাতালে ভর্তির পর পরীমণির শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে। গর্ভের সন্তানেরও কোনো ধরনের জটিলতা পায়নি চিকিৎসকরা।

আরোও পড়ুন: আহত হয়ে হাসপাতালে পরীমনি

“পরীমণির ব্লাড প্রেশার একটু কম আছে। তিনি এখনও হাসপাতালে আছে; চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।”

এর আগে রোববার সন্ধ্যায় হাসপাতালের বেড থেকে এক ফেইসবুক পোস্টে ক্যানুলা হাতে তোলা একটি ছবি ফেইসবুকে পোস্ট করে পরীমণি লিখেছেন, “একটি দুর্ঘটনা।”

চলতি বছরে জানুয়ারিতে তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দেন পরীমণি; সেই সঙ্গে তিনি জানান, তিনি সন্তানসম্ভবা।

সবশেষ ‘গুণিন’ সিনেমা মুক্তি পেয়েছে পরীমণির; ‘মা’ নামে একটি সিনেমা শুটিং শেষ করেছেন তিনি।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]