9049

03/14/2025 এবার জোন ভিত্তিক হোল্ডিং ট্যাক্সের তাগিদ

এবার জোন ভিত্তিক হোল্ডিং ট্যাক্সের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২২ ০৩:৩৬

রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস বিদ্যুৎসহ বিভিন্ন সেবায় জোন ভিত্তিক দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (৩০ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এমন তাগিদ দেন তিনি।

সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সহজ এবং হয়রানি ও ঝামেলামুক্ত করতে নাগরিক সেবাগুলো অটোমেশনের আওতায় আনা হবে’।

তিনি বলেন, ‘গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ির মত এলাকায় পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিস চার্জ সমান হলে, সবাই তো অভিজাত এলাকায় থাকতে চাইবে।’

সাম্প্রতিক সময়ে রাজধানীতে ভয়াবহ যানজট প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘মানুষ ও যানবাহন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরে যানবাহনের গতি মানুষের হাঁটার গতির চেয়েও কম হবে’।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনসহ বিশিষ্ট নাগরিকজন।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]