9058

03/14/2025 এক সিনেমায় ধানুশ-আল্লু অর্জুন!

এক সিনেমায় ধানুশ-আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২২ ২৩:২৪

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও ধানুশ। অভিনয় ক্যারিয়ারে দুজনেই বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। প্রথমজন সাধারণত তামিল সিনেমায় কাজ করেন, অন্যজনকে দেখা যায় তেলেগু সিনেমায়। তবে এখন তারা ভারতজুড়েই জনপ্রিয়। যার সুবাদে তাদের সিনেমা আরও অনেক ভাষায় মুক্তি পায়।

এই দুই তারকা এবার একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উড়ছে।

জানা গেছে, পরিচালক কোরাতলা শিবা তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। এতে একসঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন ও ধানুশ। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখনো সিনেমাটির নামও ঠিক করা হয়নি। তা ছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে কে অভিনয় করবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি।

শোনা যাচ্ছে, শিগগিরই এই সিনেমার অফিসিয়াল ঘোষণা আসবে। যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় চমক হবে এটি।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]