9074

03/14/2025 বিশ্বকাপের কোন গ্রুপে কারা, এক নজরে দেখে নিন

বিশ্বকাপের কোন গ্রুপে কারা, এক নজরে দেখে নিন

ক্রীড়া ডেস্ক

২ এপ্রিল ২০২২ ২২:১৩

বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেলো ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।

শনিবার (২ এপ্রিল) সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ফুটবল কিংবদন্তিরা। তাদের মধ্যে ছিলেন ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথুজ, অস্ট্রেলিয়ার টিম ক্যাহিলরা।

সেই অনুষ্ঠানেই এরপর লটারির মাধ্যমে দলগুলোকে জানানো হয় বিশ্বকাপে তাদের গ্রুপের প্রতিপক্ষ কারা। এমনকি সম্ভাব্য ফাইনাল পর্যন্ত রাস্তাটাও হয়ে গেছে জানা। আজ অনুষ্ঠিত এই ড্রয়ে কোন দল কোন গ্রুপে পড়েছে, এক নজরে দেখে নেওয়া যাক-

বিশ্বকাপে আট গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ইউরোপীয় প্লে অফ বাছাই থেকে আসা দল

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও আন্তঃমহাদেশীয় প্লে অফ ১ থেকে আসা দল

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও আন্তঃমহাদেশীয় প্লে অফ ২ থেকে আসা দল

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]