রাশিয়ার দখল করা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো উদ্ধারে কঠিন যুদ্ধের ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভ অঞ্চল থেকে রাশিয়ান বাহিনীর পিছু হটা এবং তাদের বিপুল ক্ষতির পর অনেকটাই আত্মবিশ্বাসী ইউক্রেনের প্রেসিডেন্ট।
বিভিন্ন দেশ থেকে সামরিক সাহায্যের প্রতিশ্রুতির পর, এখন পূর্বাঞ্চলের এলাকাগুলো উদ্ধারে মনযোগি জেলেনস্কি। ইউক্রেনের স্বেচ্ছাসেবকরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল দখলকারী রাশিয়ান বাহিনীও। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ২০১২ সাল থেকে অবসরে যাওয়া সদস্যদেরকেও আহবান জানিয়েছে রাশিয়ান বাহিনীর পক্ষ থেকে। এভাবে তাদের সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি অস্ত্র-শস্ত্রও জড়ো করা হচ্ছে বলে জানায় গণমাধ্যমগুলো।
এসএন/জুআসা/২০২২