বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি দিনের শেষ দিকে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও ঢাকা বিভাগের আকাশে বেশ মেঘ থাকতে পারে। তবে মেঘের তুলনায় এ দু’টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।
এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলার পাশাপাশি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে দেশের উজানের ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও হতে পারে উল্লেখযোগ্য বৃষ্টি। ফলে উত্তর-পূর্বে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নদীগুলোর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। আর আসামে বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র-যমুনার পানিও আগামী ২৪ ঘন্টায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এসএন/জুআসা/২০২২