প্রচলিত রীতি অনুযায়ী সাত নয়, বরং চার পাক নিয়ে বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের দুই তারকার বিয়ের পুরোহিত পণ্ডিত রাজেশ শর্মা।
রাজেশ শর্মা বলেন, সপ্তপদী নিয়মে বিয়ে করেছেন রণবীর ও আলিয়া। এই নিয়ম অনুযায়ী মঙ্গলসূত্র বাঁধার পর স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে সাত পাক ঘোরার পর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালা পরিয়েছেন আলিয়া।
রণবীর কাপুরের শামশেরা ছবির মহরতের পুজায় রাজেশ শর্মার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই রণবীর তাকে বিয়ের কথা বলেছিলেন। রণবীর-আলিয়ার বিয়েতে মোট ৫০ জন অতিথি ছিলেন।
রণবীরের বারাতে (বিবাহের পক্ষের লোকজন) নেচেছেন আকাশ আম্বানি, করণ জোহরের মতো তারকারা। আলিয়ার কন্যাদান করেন মহেশ ভাট ও সোনি রাজদান। তবে শুটিংয়ের জন্য বিয়ের দিন চুড়া সেরিমোনি করেননি আলিয়া।
এসএন/তাজা/২০২২