9299

03/15/2025 ৩০০ কোটি ছাড়ালো কেজিএফ: চ্যাপ্টার ২!

৩০০ কোটি ছাড়ালো কেজিএফ: চ্যাপ্টার ২!

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২২ ২৩:৪১

প্রশান্ত নীল পরিচালিত ১০০ কোটির বাজেটে তৈরি সিনেমাটি। ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তির দিনই প্রায় ১৪০ কোটির ব্যবসা করেছিল। দু'দিনে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেল যশ অভিনীত কেজিএফ : চ্যাপ্টার ২।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনে সারাবিশ্বে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এক চলচ্চিত্র বিশ্লেষকের ভবিষ্যদ্বাণী, আগামী চার দিনে শুধুমাত্র হিন্দি মার্কেট থেকে ১৮৫ কোটির ব্যবসা করতে চলেছে কেজিএফ : চ্যাপ্টার ২।

জানা গেছে, ২ দিনে গোটা ভারতে ছবিটি ব্যবসা করেছে ২৪০ কোটির। উত্তর ভারতে অর্থাৎ হিন্দি মার্কেটে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

১৪ এপ্রিল মুক্তির প্রথম দিনেই ১৩৪.৫০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। দ্বিতীয় দিনের প্রথমার্ধেই ৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। প্রাথমিকভাবে ভারতের ৬ হাজার ৬০০টি হলে মুক্তি পেয়েছে কেজিএফ : চ্যাপ্টার ২। বিশ্বজুড়ে মোট ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে এখন টপে রয়েছে যশের এ সুপারহিট ছবি। আগেই আঁচ করা হয়েছিল রাজামৌলির আরআরআরকে ছাপিয়ে যাবে এই সিনেমা। আর সেই পথেই এগিয়ে যাচ্ছে কেজিএফ : চ্যাপ্টার ২।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]