9322

03/28/2025 সাবেক ক্রিকেটার সামিউর আর নেই

সাবেক ক্রিকেটার সামিউর আর নেই

ক্রীড়া ডেস্ক

১৯ এপ্রিল ২০২২ ২১:৪৮

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ও প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামিউর রহমান সামি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোক জনিত জটিলতায়ও ভুগছিলেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন সামির ছেলে রোহান। 

মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাট করতেন সামিউর। ১৯৮২ সালে আইসিসি ট্রফির বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। ১৯৮২ সালের আসরেও খেলেছেন। ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন এই পেসার। সেবার এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ।

আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফাস্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]