অধিকৃত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ভুমধ্যসাগর তীরে গাজা উপত্যাকায় হামাসের স্থাপনায় হামলা চালায় ইসরাইলের যুদ্ধবিমান। মঙ্গলবার ১৯ এপ্রিল রাতে চালানো এ হামলার লক্ষ্যবস্তু ছিল গাজায় সন্দেহভাজন সামরিক স্থাপনা।
গাজায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানায়, ইসরাইলের হামলার প্রতি উত্তরে ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে তারা।
ইসরাইলের হামলায় এ পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর দিতে পারেনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে হামাস সতর্ক করেছে যে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল আকসায় ইসরাইলের কোন আগ্রাসন মেনে নেয়া হবে না।
এসএন/জুআসা/২০২২