ইরানের রেভুল্যুশনারী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন আলমাসি’র ওপর হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। হামলার তার কোন ক্ষতি না হলেও, নিহত হয়েছেন হোসাইন আলমাসি’র দেহরক্ষী মাহমুদ আবসালান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সিস্তান-বালুচিস্তান সীমান্তে এ হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় আইআরজিসি কমান্ডার গাড়ীতে করে যাচ্ছিলেন। পাল্টা হামলায় বন্ধুকধারীরা পিছু হটলেও নিহত হন আলমাসি’র দেহরক্ষী। নিহত হতভাগ্যের নাম মাহমুদ আবসালান, যিনি আঞ্চলিক আইআরজিসি কমান্ডার জেনারেল পারভেজ আবসালান এর ছেলে।
হামলার সাথে জড়িত সন্দেহে প্রাদেশিক রাজধানী জাহেদান থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
দারিদ্র পীড়িত সিস্তান-বালুচিস্তান প্রদেশটি আন্তর্জাতিক মাদক চোরাকারবারীদের রুট। আফগানিস্তান থেকে এই রুটে আফিম ও হেরোইন চোরাচালান করে মাদক ব্যবসায়ি এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা।
এসএন/জুআসা/২০২২