9448

03/14/2025 মা দিবসে মাকে যা উপহার দেবেন

মা দিবসে মাকে যা উপহার দেবেন

লাইফস্টাইল ডেস্ক

৭ মে ২০২২ ২২:২৬

প্রতি বছর ৮ মে’ মা দিবস পালন করা হয়। বছরের এই একটি দিন মায়ের জন্য বিশেষ করে তোলার ছোট্ট একটি সুযোগ পাওয়া যায়। মায়ের জন্য এই দিনটি সুন্দর করে তুলতে পারেন আপনি। বিশেষ কিছু উপহার মাকে দিয়ে চমকে দিতে পারেন। তবে বছরে একটি দিনই, মাকে ভালোবাসার জন্য বরাদ্দ থাকুক সবগুলো দিন। জেনে নিন এই দিনে মাকে যা যা উপহার দেওয়া যায়-

গয়না

মাকে ছোট-খাটো কোনো গয়নাই কিনে দিন না! আপনার দেওয়া ছোট্ট কানের দুল, নাকের ফুল বা পেন্ডেন্ট মায়ের কাছে অমূল্য উপহার হয়ে থাকবে। মাকে উপহার কিনে দেওয়ার জন্য সারা বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েও রাখতে পারেন। এতে মা দিবসে উপহার কেনার টাকার জন্য চিন্তা করতে হবে না।

গাছ উপহার দিন

মা যে ধরনের গাছ পছন্দ করেন, তা উপহার দিতে পারেন। নিজের হাতে গাছের টব সাজিয়ে দিতে পারেন বা পছন্দসই অর্ডার করে আনতে পারেন। বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট উপহার দিতে পারেন মাকে ঘর সাজানোর জন্য।

শাড়ি

মাকে এমন একটি শাড়ি কিনে দিন, যেটি তার খুব বেশি পছন্দ বা শখের। শাড়ির রং বা ম্যাটেরিয়াল যেন মায়ের পছন্দসই হয়, সেদিকে খেয়াল রাখবেন। আপনার মায়ের পছন্দ-অপছন্দ তো আপনারই ভালো জানার কথা, তাই না!

বই

খোঁজ নিয়ে দেখুন, আপনার মায়েরও একটা সময় অনেক পড়ার শখ ছিল। এক সময়ের পড়ুয়া তরুণীটি হয়তো সংসারের চাপে বই থেকে দূরে সরে গেছে। মায়ের পছন্দের লেখক কে তা জানুন। কোন ধরনের বই তার বেশি পছন্দ, জেনে নিন। এরপর তার পছন্দের তালিকা ধরে বই কিনে তাকে চমকে দিন। শুধু বই কিনে দিলেই হবে না, সেই বই পড়ার জন্য পর্যাপ্ত সময়ের ব্যবস্থা করে দিন।

হাতে তৈরি কার্ড

সন্তানের হাতে তৈরি যেকোনো সাধারণ জিনিসই মায়ের জন্য হতে পারে অসাধারণ উপহার। তাই মা দিবসে মাকে একটি সুন্দর কার্ড তৈরি করে দিন। আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখে শিখে নিতে পারেন। কার্ড তৈরির পাশাপাশি মাকে রান্নাঘর থেকে ছুটি দিতে পারেন। তার পছন্দের সব খাবার তৈরি করে তাকে চমকে দিতে পারেন বিশেষ এই দিনে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]