948

09/19/2024 প্রতিদিন ঘুম থেকে উঠে যা করবেন

প্রতিদিন ঘুম থেকে উঠে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

৪ জুলাই ২০২০ ১৫:৫৪

স্বাস্থ্যই সম্পদ। আর সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তাই যে কোন পরিস্থিতিতেই নিজেকে সুস্থ রাখা খুবই জরুরি।

আর সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু নিয়ম মেনে চলতে হবে।

আসুন জেনে নেই সুস্থ থাকতে কী করবেন-

১. সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ওঠার পরে কমপক্ষে এক থেকে দুই ঘণ্টা ফোন বন্ধ রাখুন। এই সময়ে ধ্যান, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, প্রার্থনা এবং অন্যান্য কাজ করুন।

২. ঘুম থেকে ওঠার পরে প্রাকৃতিক আলোয় থাকুন। শরীরে রোদ লাগান।

৩. প্রতিদিন সূর্যোদয়ের পরে সকালের খাবার খাওয়ার চেষ্টা করুন।

৪. সকাল ও দুপুরের ক্যালোরিসমৃদ্ধ খাবার খান। কারণ এই সময়ে বেশিরভাগ ক্যালোরি ব্যবহার হয়ে যায়।

৫. বিকেলে সময় থাকলে ৩০ মিনিট ঘুমিয়ে নিন।

৬. সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলুন।

৭. প্রতিদিন ব্যায়াম করুন। অনুশীলনের জন্য একটি সময় স্থির করুন। প্রতিদিন একই সময়ে ব্যায়াম করুন।

সূত্র: এনডিটিভি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]