আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশে ফিরেছেন। এমন খবর দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। আফগান বার্তা সংস্থা আওরা’র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম পার্সটুডে জানায়, তালেবানের ক্ষমতা দখলের সময় পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনি আবার ফিরে এসেছেন।
এর আগে আশরাফ গণি’র ফিরে আসা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে সারা আফগানিস্তানে। পরে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয় নিশ্চিত করা হয়।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের কয়েক ঘণ্টা আগে দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় নেন আশরাফ গনি। বার্তা সংস্থাগুলো জানায়, আহমাদজাই বংশোদ্ভূত আশরাফ গনি ওই বংশের নেতাদের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে এক সমঝোতা হয়। যার ফলশ্রুতিতে দেশে ফেরার পথ সুগম হয় তার। আশরাফ গণি’র নিরাপত্তার নিশ্চিতে তালেবান উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেন বলে জানায় গণমাধ্যমগুলো।
তবে আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গণি’র দেশে ফেরার খবর নিশ্চিত করেনি তালেবান সরকার।
এসএন/জুআসা/২০২২