952

04/08/2025 আসিফের বিরুদ্ধে মুন্নির মামলা

আসিফের বিরুদ্ধে মুন্নির মামলা

বিনোদন প্রতিবেদক

৪ জুলাই ২০২০ ১৮:২১

সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি।

২ জুলাই বৃহস্পতিবার রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে।

যদিও আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি এক সঙ্গে তিনটি দ্বৈত অ্যালবাম ও ১৫টি চলচ্চিত্রে গান করেছেন।

মামলা প্রসঙ্গে মুন্নি বলেন, ‘একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেইসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।’

অন্য দিকে, মামলার বিষয়টি আসিফ নিজেও ফেসবুক পোস্টে সবাইকে জানিয়েছেন।

নিজের ফেইসবুক পেজে এই সম্পর্কিত খবর শেয়ার করে আসিফ লেখেন, ‘আলহামদুলিল্লাহ ...। সবাইকে সংযত থাকার জন্য অনুরোধ করছি। ভালোবাসা অবিরাম।’

আসিফ আকবর বলেন, ‘মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয়, মানুষকে সেটা দেখাতে চাই।’

যদিও সহকর্মীদের কাছ থেকে এবারই প্রথম মামলা হলো না আসিফের বিরুদ্ধে। এর আগে ২০১৮ সালের ৪ জুন গীতিকার ও সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার হন আসিফ আকবর। তবে পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত হন তিনি। সেই মামলাটি এখনো চলছে।

উল্লেখ্য, পারিশ্রমিক নিয়ে একঝাঁক সংগীতশিল্পীর বিবৃতি নিয়ে কিছুদিন ধরে সংগীতাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে অনেকেই পক্ষ-বিপক্ষে নিজেদের মতামত উপস্থাপন করেছেন। পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন গীতিকার ও অন্য পক্ষগুলোও।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]