96

03/13/2025 রাজধানীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

রাজধানীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২০ ১৩:৩৪

ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে এক পুলিশের সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর। তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কাফরুল থানায় কর্মরত ছিলেন। বুধবার রাতে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মো. জাহানুর আলী জানান, রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে আলিফ পরিবহনের একটি বাসচাপায় নিহত হন জাহাঙ্গীর।  কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখন এএসআই জাহাঙ্গীর তাদের পিছু নেয়। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। জাহাঙ্গীর পাবনার সাথিয়া উপজেলার দাইয়েন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে থানার পাশেই থাকতেন। তার এক ছেলে রয়েছে এবং সে অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানান তিনি। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি। চালক পলাতক রয়েছে। 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]