9681

03/14/2025 আইসিসির মাস সেরা তালিকায় আবারও মুশফিক

আইসিসির মাস সেরা তালিকায় আবারও মুশফিক

ক্রীড়া ডেস্ক

৭ জুন ২০২২ ০২:১০

মে মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাকিয়েছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সিরিজের দুই টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান।

এবার সেই সাফল্যের আরেকটা স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই উইকেট-কিপার ব্যাটার। আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সোমবার (০৬ জুন) ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের দুই প্রতিদ্বন্দীও শ্রীলংকান। তারা হলেন- অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।

চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। সেই টেস্টে ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটন রেকর্ড জুটি ২৭২ রান করেন।

ঢাকাতেও ব্যাট হেসেছিল মুশফিকের। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলতে ১০৫ রানের ইনিংস খেলেন। যদিও ম্যাচটা হেরেই যায় বাংলাদেশ।

মুশফিক এবারই প্রথম নয়। এর আগে গত বছর মে মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পান তিনি এবং ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি জেতেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]