9712

04/04/2025 বগুড়ায় ট্রাক-সিএনজি সংর্ঘষ, নিহত ২

বগুড়ায় ট্রাক-সিএনজি সংর্ঘষ, নিহত ২

বগুড়া থেকে

১৪ জুন ২০২২ ০৪:৪৩

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের রনবাঘা উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল খালেক (৫৫) ও নাটোর জেলার সিংড়া উপজেলার কাসটে গ্রামের বাবলু মিয়া (৫০)। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]