9781

04/19/2025 ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম

ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট

৭ জুলাই ২০২২ ০৬:২৩

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্বর্ণের এই নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]