9792

04/04/2025 ইউক্রেন থেকে ৫ হাজার শিশুকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেন থেকে ৫ হাজার শিশুকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২২ ২৩:০৬

ইউক্রেনে রুশ হামলা জোরদার হওয়ায় দেশটি থেকে বিগত কয়েক দিনে কমপক্ষে ৩০ হাজার সাধারণ নাগরিককে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ হাজারেরও বেশি শিশু রয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এ হামলা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এসব অঞ্চল থেকে তাদের সরিয়ে রাশিয়ায় পাঠানো হয়েছে।

এর মাধ্যমে আরও বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিল রাশিয়া।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, রাশিয়া দিন দিন যুদ্ধাপরাধের মাত্রা বাড়িয়ে চলছে।

ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করেছে মস্কো। এসব হামলায় শনিবার আরও ১৭ বেসামরিক লোক নিহত হয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]