9832

04/04/2025 চলে গেলেন অভিনেতা পল সোরভিনো

চলে গেলেন অভিনেতা পল সোরভিনো

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২২ ০৫:১১

হলিউডের জনপ্রিয় অভিনেতা পল সোরভিনো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছে।

পল সোরভিনোর সহকারী নিল রজার জানান, ‘প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্ত্রী ডি ডি সরভিনো এক বিবৃতিতে জানিয়েছেন,‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের প্রেম, এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।’

অস্কার বিজয়ী অভিনেত্রী মিরা সোরভিনোর (অ্যাফ্রোডাইট দ্য মাইটি) বাবা পল সোরভিনো। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের ভালোবাসা এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন। তিনি বলেছিলেন।’

উল্লেখ্য,১৯৩৯ সালে ব্রুকলিনে জন্মগ্রহণ করেন পল সোরভিনো। মেয়ে আমান্ডা সরভিনোর লেখা একটি চলচ্চিত্র পরিচালনা ও তাতে অভিনয় করেছেন পল। ওয়ারেন বিটির ‘রেডস’-এ এক ইতালীয় আমেরিকান কমিউনিস্টের ভূমিকায়, অলিভার স্টোনের ‘নিক্সন’-এ হেনরি কিসিঞ্জার এবং ‘দ্য রকেটিয়ার’-এ মব বস এডি ভ্যালেন্টাইন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে পল সোরভিনোর সবচেয়ে আলোচিত সিনেমা ‘গুডফেলাস’।

সূত্র : বিবিসি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]