9882

03/19/2025 কিয়ারা আদভানির জন্মদিন আজ

কিয়ারা আদভানির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

১ আগস্ট ২০২২ ০৩:১৭

বলিউডে এই সময়ে একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি।

ছবির মানুষটি আসলে কিয়ারা আদভানি ঠিক। কিন্তু এটা তার আসল নাম নয়। তার আসল নাম আলিয়া আদভানি। সিনেমায় কাজ শুরুর সময় তিনি কিয়ারা নামে সবার কাছে পরিচিতি লাভ করেন। এর পেছনে আছে একটি গল্প।

কিয়ারা বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে। ততদিনে বলিউডে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেয়ে গেছেন আলিয়া ভাট। এক নামে দুই অভিনেত্রী, এটা দর্শক গ্রহণ করবে না। সে কারণে বলিউড ভাইজান সালমান খানের পরামর্শে নাম বদলান কিয়ারা। আলিয়া থেকে হয়ে যান কিয়ারা।

আজ ৩১ জুলাই কিয়ারা আদভানির জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মজার ব্যাপার হলো, মাত্র আট মাস বয়সেই পর্দায় এসেছিলেন কিয়ারা। তার মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন।

২০১৬ সালের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান কিয়ারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে আছে ‘ভারত আনে নেনু’, ‘লাস্ট স্টোরিস’, ‘কবির সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’ ও ‘ভুল ভুলাইয়া ২’। সম্প্রতি তাকে দেখা গেছে ‘যুগ যুগ জিও’ সিনেমায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]