9905

03/14/2025 শিশুর বিকাশে সাহায্য করে গাছ

শিশুর বিকাশে সাহায্য করে গাছ

লাইফস্টাইল ডেস্ক

২ আগস্ট ২০২২ ০৫:২৭

বাড়িতে শিশু থাকলে তার বেড়ে ওঠাতে ইতিবাচক ভূমিকা পালন করে গাছ। শিশুর বিকাশে সরাসরি সাহায্য করে গাছ- এমনটা দাবি করা হয়েছে ‘ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নাল’এ প্রকাশিত একটি রিপোর্টে। ৩২০০ শিশুকে নিয়ে চালানো এই সমীক্ষায় জন্মের পর ১০ বছর পর্যন্ত বারবার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গবেষণায় জানা যায়, শারীরিক ও মানসিকভাবে শিশুরা ভীষণভাবে উপকৃত হয় আশেপাশে সবুজ থাকলে।

* যে সব শিশুর বাড়িতে গাছ গাছালি বেশি, তাদের ফুসফুস অন্যদের তুলনায় ভালো থাকে।
* শিশুকে সঙ্গে নিয়ে গাছের যত্ন নিন, পানি ও সার দিন। শিশু দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
* বারান্দায় বা বাগানে বিভিন্ন সবজি ফলাতে পারেন। শিশুকে সঙ্গে নিয়ে গাছ থেকে সবজি উঠিয়ে রান্না করুন। নিজের খাবার নিজেই সংগ্রহ করায় তার আত্নবিশ্বাস বাড়বে।
* প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়বে শিশুর।
* শিশুকে বাড়িতে ফলানো শাকসবজি গুলোর পুষ্টিগুণ সম্পর্কে বলতে পারেন। এতে তার জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি খাবারের প্রতি আগ্রহ বাড়বে।
* শিশুকে গাছের সার তৈরি, ফল সংগ্রহ ইত্যাদি করতে বলুন। শিশুর ভালো সময় কাটবে ও গ্যাজেটের প্রতি আসক্তি কমবে।

সতর্কতাঃ-

* কীটনাশক বা রাসায়নিক সার শিশুর আশেপাশে বা নাগালের মধ্যে রাখবেন না।
* নিড়ানি বা ধারালো কিছু শিশুর হাতে দেবেন না। এগুলো রাখুন নিরাপদ স্থানে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]