9918

03/13/2025 আবারও উত্তাপ ছড়ালেন করণ-কঙ্গনা

আবারও উত্তাপ ছড়ালেন করণ-কঙ্গনা

বিনোদন ডেস্ক

৩ আগস্ট ২০২২ ০৫:২৬

বলিউডে ‘কে’মানেই নাকি ধামাকা। প্রায় প্রতিদিন সংবাদে আছেন তারা। এর আগেও ঝামেলা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রনৌত ও প্রযোজক-পরিচালক করণ জোহরের মধ্যে। প্রায় প্রকাশ্যই কঙ্গনা তাকে ‘স্বজনপোষণের ধ্বজা’ বলেন। এবার হিন্দি ভাষা বিদ্বেষ নিয়ে এই প্রযোজককে আবারও ধরলেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি বিতর্ক উঠেছে করণ জোহরের আত্মজীবনী ‌‘অ্যান আনস্যুটেবল বয়’র কিছু মন্তব্য নিয়ে। সেখানে করণ তার ছোটবেলার স্মৃতিচারণও করেছেন। তার একসময় মনে হয়েছিল, হিন্দিতে কথা বলা সাধারণ মানের ও খুব একটা সম্মানের ব্যাপার নয়। আদিত্য চোপড়া ও তার বন্ধুরা সব সময় হিন্দিতে কথা বলতেন। এটা করণ পছন্দ করতেন না।

করণ তার আত্মজীবনীতে লিখেছেন, ‘খুব ছোটবেলায় আমার বন্ধু ছিলেন হৃতিক রোশন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, ফারহান আখতার, জোয়া আখতার। আমার মেয়ে বন্ধুদেরই বেশি পছন্দ ছিল। ছেলে বন্ধুরা খুব অভদ্র ছিল। ওদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতো না। বিশেষ করে আদিত্য চোপড়রা ও তার দলের সঙ্গে। ওরা সারাক্ষণ হিন্দিতে কথা বলতো, যেটা আমি পছন্দ করতাম না। আমি মাকে বলেছিলাম, ওদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না।’

আর এটা নিয়ে তিক্ত মন্তব্য করেছেন কঙ্গনা। বলেন, ‘আমার লড়াই কোনও ব্যক্তিবিশেষের সঙ্গে নয়, মানসিকতার সঙ্গে। আমার লড়াই ছোট শহরের হিন্দিভাষী মানুষের বিরুদ্ধে সংস্কারে ভোগা মানুষদের বিরুদ্ধে।’

হিন্দি নিয়ে করণের ছোটবেলার সেই বিদ্বেষের একটি সংবাদের স্কিনশট কঙ্গনা শেয়ার করেন তার ইনস্টগ্রাম স্টোরিতে। সেখানেই এভাবে নিজের অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, ২০১৬-এ প্রকাশিত হয় করণ জোহরের আত্মজীবনী প্রকাশিত হয় ‘অ্যান আনস্যুটেবল বয়’। যা এখনও চর্চার অংশ হয়ে আছে বলিউডে।

সূত্র: নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]