9939

04/11/2025 নোয়াখালীর মাছের বাজারে অভিযান

নোয়াখালীর মাছের বাজারে অভিযান

নোয়াখালী থেকে

৪ আগস্ট ২০২২ ২৩:১৭

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে ২ মাছ ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও মৎস্য কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন থেকে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে ২ মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাছ গুলো জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]