9954

03/14/2025 নারী কর্মী নিয়োগে চাকরির অভিনব বিজ্ঞাপন

নারী কর্মী নিয়োগে চাকরির অভিনব বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

৫ আগস্ট ২০২২ ০৫:৩৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নিউজিল্যান্ডের একটি পানশালার কর্মী নিয়োগের অভিনব বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নারী কর্মী নিয়োগের এই বিজ্ঞাপনে পানশালা কর্তৃপক্ষ তিনটি শর্ত জুড়ে দিয়েছে, যা রীতিমতো বৈষম্যমূলক বলে অনেকে সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এই বিজ্ঞাপনের একটি ছবিতে দেখা যায়, নিউজিল্যান্ডের শান্ত শহর হকিটিকার একটি পানশালার দরজায় চাকরির বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে।

স্টাম্পার্স বার অ্যান্ড ক্যাফে নামের ওই পানশালার নারী কর্মী নিয়োগের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে। আবেদন করুন। ‘ডাবল ডি আকারের স্তন’, ‘সুন্দর হাসি’ আর ‘ভালো আচরণ’— এই তিন বৈশিষ্ট্য থাকলে মিলবে চাকরি!’ চাইলে ছেলেরাও আবেদন করতে পারেন বলে নিচে উল্লেখ করা হয়েছে।

হোটেলটি নিরিবিলি পরিবেশে অবস্থিত। নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলীয় শহরের পর্যটক এবং পরিবারগুলো সময় কাটানোর জন্য সেখানে যান।

তবে চাকরির এই বিজ্ঞাপন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এই বিজ্ঞাপন নিয়ে হাস্যরস করলেও কেউ কেউ নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির নিন্দা জানিয়েছেন।

নিউজিল্যান্ডের মানবাধিকার কমিশনের মতে, চাকরির বিজ্ঞাপনে শুধুমাত্র একটি কাজের জন্য শারীরিক প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারে। যদি সেই বৈশিষ্ট্যগুলো প্রার্থীর প্রয়োজনীয় কাজ সম্পাদন করার ক্ষমতাকে প্রভাবিত করে।

কিছু নারী বলেছেন, এই চাকরির আবেদনের শর্ত পূরণে সক্ষম তারা। কিন্তু আবেদন করবেন না। একজন মা লিখেছেন, আমি অতিরিক্ত যোগ্যতাসম্পন্ন। তবে আমি কোনোভাবেই এই চাকরির ধারে কাছেও যাব না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]