9966

04/11/2025 তাইওয়ানে ক্ষেপণাস্ত্র উপপ্রধানের মরদেহ উদ্ধার

তাইওয়ানে ক্ষেপণাস্ত্র উপপ্রধানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

৬ আগস্ট ২০২২ ২৩:৫৩

শনিবার (০৬ আগস্ট) সকালে এক হোটেল কক্ষ থেকে তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন ন্যাশনাল চাং-শান ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলোজির উপপ্রধান ও ইয়াং হসিংয়ের মরদেহ পাওয়া গেছে।

সরকারি বার্তা সংস্থা সিএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটাংয়ে ব্যবসায়িক সফরে ছিলেন ও ইয়াং হসিং। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প তদারকি করতে এই বছরের শুরুতে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন সংস্থাটি এই বছর ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় এই লক্ষ্য নির্ধারণ করা হয়।

সূত্র: রয়টার্স

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]