গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না: রিজভী
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৩ ১০:০৯
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৫৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।
৬ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ফকিরাপুল সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
সম্পর্কিত বিষয়:
#বিএনপি
আপনার মূল্যবান মতামত দিন: