বিএনপি নেতা মোশাররফের সুস্থতার জন্য দোয়া কামনা
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ১৮:২৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫২

গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্রস্থ ড. মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি ও নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আল আমিন সুমন।
এক বিবৃতিতে আল আমিন সুমন বলেন, ড. মোশাররফ একজন মহানায়ক, কর্মবীর। এবং আমাদের নির্ভরতার বাতিঘর। তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলাবাসী এবং দল-মত নির্বিশেষে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙক্ষীসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
গত বছরের ১৭ জুন অসুস্থ হলে ড. মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে থেকে পরে নেওয়া হয় সিঙ্গাপুরে। দুই মাস ১০ দিন চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফেরেন তিনি।
গত বছরের ৫ ডিসেম্বর আবারও অসুস্থ হলে বিএনপির এই নেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত রোববার রাতে তাকে আবারও সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাধীন আছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: