আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪ ১৭:৫৭
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০১:১০

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার আলাদা দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক ও নিতাই রায় চৌধুরী।
রোববার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন বর্ধিত করেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।
গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: