রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


‘বেনজীর কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশ চালাচ্ছে কে?’


প্রকাশিত:
২ জুন ২০২৪ ২০:৩৭

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫২

ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী না কি জানেন না! তাহলে দেশটা কে চালাচ্ছে?’

রোববার (২ জুন) বিকেলে রাজধানীর চকবাজার থানার ২৭, ২৯ নম্বর ওয়ার্ড এবং লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, ‘এমনই অবস্থা ছিল ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। সরকার ছিল কি না তা মানুষ জানত না। মানুষ না খেয়ে মারা যেত। পুলিশ-সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। আজকেও দেশের একই অবস্থা।’

মধ্যবিত্তরা ছয় বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত প্রশ্ন রেখে তিনি বলেন, ‘গত ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে। তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না। একবারও বিল কমাতে পারেনি। আমরা অন্যকিছু চাই না। একটি অবাধ নির্বাচন চাই, মানুষ ভোট দিতে পারে না...।’

সবখানে অটোপাশ বলে অভিযোগ করে সাবেক এই ডেপুটি মেয়র বলেন, ‘নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাশ সরকার। তাই এদের কোনও জবাবদিহিতা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুল ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top