আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২০ ০২:৫৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

‘শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন’- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আহবানে সাড়া দিয়ে গরীব, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপি। তিনদিন ধরে থানার কয়েকশ’ গরীব, দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন। এছাড়াও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, মাহমুদুর রহমান সুমন এই আসনের সব মানুষের বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই প্রবল শীতে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়ানোর জন্য নেতারা সুমনকে আন্তরিক ধন্যবাদ ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় মাহমুদুর রহমান সুমন বলেন, করোনাভাইরাস দুর্যোগে আড়াইহাজারে কয়েক হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে। এই কার্যক্রম এখনও চলছে।
সম্পর্কিত বিষয়:
বিএনপি
আপনার মূল্যবান মতামত দিন: