বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কারাবন্দি নেতাদের বাসায় মির্জা ফখরুল


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৪ ১৪:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪৭

ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া নেতাদের পরিবারকে দেখতে তাদের বাসায় গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ জুলাই) কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদে চৌধুরীর বাসায় যান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী গুরুতর অসুস্থ। তাকে দেখতে মহাখালীর ডিওএইচএসের বাসায় যান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন ছেলে অনিক খান ও তার স্ত্রী রাবেয়া আক্তার রাখি খান।

নজরুল ইসলাম খানের বাসা থেকে বনানীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর বাসায় যান মির্জা ফখরুল। এ সময় তিনি আমির খসরু পরিবারের খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেন, নজরুল ইসলাম খানের স্ত্রী অত্যন্ত অসুস্থ। তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা খবর পাচ্ছি, গত ১ মাসে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কারাগারে অমানবিক একটা জীবনযাপন করতে হচ্ছে। তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। তাদের জন্য কোনো কিছুই পাঠাতে পারছে না পরিবার। এটা কখনো গ্রহণযোগ্য নয়।

বিএনপি মহাসচিব বলেন, আমির খসরু ও নজরুল ইসলাম খান দুইজনই অসুস্থ। তাদের অনেক বড়-বড় রোগ আছে। পরিবার তাদের ওষুধগুলো পাঠাতে পারছে না।

কারা কর্তৃপক্ষকে এই ধরনের অমানবিক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে এই কাজগুলো করবেন না। অতীতে আপনারা অনেক করেছেন। দয়া করে এখন এই কাজগুলো করবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top