বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


আন্দোলনের বিরোধিতাকারীরা সহিংসতা ও লুটপাট করছে: ফখরুল


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৪ ১৩:৪৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৭

ছবি-সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল পুরো দেশ। শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পরই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। যারা এসব সহিংসতা, অগ্নিসংযোগ এবং বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করছে তাদের এখনই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে যারা এসব করছে তারা কেউ আন্দোলনের লোক না। আন্দোলনের বিরোধিতাকারী ও তাদের লোক এসব করছে বলে দাবি করেন ফখরুল।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আন্দোলনের নিহত শিক্ষার্থীসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা স্মরণ করছি। এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন এবং আছেন তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে মনে করি আমাদের ওপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। বিশেষ করে দেশের যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে তা গণতান্ত্রিকভাবে গড়ে তোলা।

সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের (সাংবাদিক) কাছে বিষয়টি খুব জোর দিয়ে অনুরোধ রাখতে চাই এই বার্তাটি সবার কাছে পোঁছে দেন। যারা এখনো সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ করছেন তারা অবিলম্বে বন্ধ করুন। এখন রাগ, ক্ষোভ, প্রতিহিংসাপরায়ণ হওয়ার সুযোগ নেই। আমাদের দলের নেতাকর্মীদের বলব এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সহিংসতাকারীদের প্রতিরোধ করুন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top