কেসিসি'র সংরক্ষিত ১০নং আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেলেন লিলি
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২১ ০২:২৩
আপডেট:
২৯ জানুয়ারী ২০২১ ১৫:৫৬

আসছে ১৩ ফেব্রুয়ারি খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সংরক্ষিত ১০নং আসনের (২৯, ৩০, ৩১ নং ওয়ার্ড) উপ-নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন রেকসোনা কালাম লিলি।
গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপরে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সংক্ষিপ্ত অনুষ্ঠানে রেকসোনা কালাম লিলিকে মনোনয়ন প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ প্রমুখ।
১৩ ফেব্রুয়ারির উপ-নির্বাচনেকা উন্সিলর প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, লিলি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী। লিলির বিজয় মানে দলের বিজয়, আওয়ামীলীগের বিজয়। তাই আপনারা সবাই লিলিকে ভোট দিবেন এবং তার জন্য কাজ করবেন।
মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় রেকসোনা কালাম লিলি বলেন, আমি যারপর নাই আনন্দিত। মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিলি বলেন, আমার বিশ্বাস ছিলো দল থেকে মনোনয়ন পাবো। দল আমাকে মূল্যায়ন করেছে। বিশেষ করে আমাদের সকলের প্রিয় নেতা খুলনার মেয়র খালেক ভাইয়ের কাছে আমি চীরকৃতজ্ঞ। তাঁর আশীর্বাদেই আমি দলীয় মনোনয়ন পেয়েছি। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য নিজেকে নিবেদিত করবো। এলাকার মাদক নির্মূলে কাজ করবো। লিলি আরও বলেন, আল্লাহর রহমতে আমার কোন অভাব-পিছুটান নেই। যে কারনে অসৎ উদ্দেশ্যও নেই।
সম্পর্কিত বিষয়:
আওয়ামীলীগ
আপনার মূল্যবান মতামত দিন: