রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


জামায়াত কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করে না: রফিকুল ইসলাম খান


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫ ১৪:৫৩

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০১:৩৪

ছবি সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করে না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৩০০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, অ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমূখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top