‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে’
প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৮:৪০
আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৩

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আমির খসরু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং, আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে। কারণ, তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে।’
এদিকে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় আইন প্রণয়ন করব; যা নিশ্চিত করবে ন্যায্য আচরণ, কর-স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের অধিকার। এই আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা দেবে এবং বাংলাদেশকে একটি স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি ব্যবসাবান্ধব দেশ হিসেবে তুলে ধরবে।’
আমির খসরু বলেন, নীতিগত অস্থিরতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আর্থিক পূর্বাভাসকে বাধাগ্রস্ত করে। তাই শুল্ক, করহার এবং রপ্তানি প্রণোদনা বিষয়ে স্বচ্ছ ও স্থিতিশীল নীতির প্রয়োজনীয়তা আমরা গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, হঠাৎ করে নীতিতে পরিবর্তন করলে বিনিয়োগ ব্যয় প্রক্ষেপণে সমস্যা হয়; যা এড়াতে হবে। পাশাপাশি মুদ্রানীতি স্থিতিশীল রাখা জরুরি যাতে মুনাফা রপ্তানি ও প্রয়োজনীয় পণ্যের আমদানি নির্বিঘ্ন হয়।
বিএনপি বিনিয়োগ পরিবেশ সহজ করতে একক কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা আনার প্রস্তাব করেছে বলেও জানান আমির খসরু।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: