বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে : আমিনুল হক
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫ ১৭:২৪
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২০:২২

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, সমাজের মানবিক বিষয়ে নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির লক্ষ্য।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের ডাইরেক্টর অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদাদের কাছে ৮টি হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম করে আসছি। সমাজে মানবকল্যানে মানবিক যে কাজগুলো রয়েছে তা আমরা সবসময় করে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার প্রমুখ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: