রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


‘জিয়ার লাশ পাহাড়ে নিয়ে গিয়েছিল কে’ ফখরুলকে কাদের


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ২১:৪০

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৯

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 'শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (৩০ আগষ্ট) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের লাশ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন ফখরুল সাহেব।

‘এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে- তা তো তিনি কখনও বলেননি।’

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে কে নিয়ে গিয়েছিল? তাও জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top