বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ১৭:১৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় তিনি তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে যাবেন ম্যাডাম।
প্রসঙ্গত, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই বছর কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। দেশে করোনাভাইরাস ছড়ানোর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে খালেদার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: